ভোমরা স্থলবন্দর দিয়ে এলো ১১ ট্রাক পেঁয়াজ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৮:১৫ পিএম
ভোমরা স্থলবন্দর দিয়ে এলো ১১ ট্রাক পেঁয়াজ

পেঁয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পার হয়ে দেশে আসে পেঁয়াজ ভ‌র্তি ট্রাকগু‌লো।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতি পত্র) পেয়েছেন। সাড়ে ৬টার দিকে ১১ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে‌ছে। এসব ট্রাকে করে ২৭৫ টন পেঁয়াজ আমদানি হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!