জয়পুরহাটে রজ্জব আলী (৬০) নামের এক বৃদ্ধ পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের জনৈক সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনে ভ্যান চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহারাদারের কাজ করতেন। স্থানীয়রা সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি কালাই থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) জোব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে অনেকে বলছেন এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































