• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

প্রাইভেটকারের চাপায় নিহত ১


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:৩১ পিএম
প্রাইভেটকারের চাপায় নিহত ১

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রতিবেদন (দুপুর ১টা) লেখা পর্যন্ত পুলিশ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেনি।

এর আগে,  শনিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে রোববার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আঙুলের ছাপ সংগ্রহ করে মৃতের পরিচয় শনাক্ত করতে সিআইডিকে খবর পাঠানো হয়েছে। প্রাইভেটকার ও তার চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Link copied!