• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বাস উল্টে নিহত ১


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:১৬ পিএম
অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বাস উল্টে নিহত ১

বগুড়া সদরে যাত্রীবাহী বাস উল্টে মো. মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

দুর্ঘটনায় আহত ৯ জন বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা যাত্রী আব্দুর রশিদ জানান, তাদের গাড়ি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বগুড়ার মাটিডালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার মরদেহ শজিমেকে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

Link copied!