• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:৪৪ পিএম
৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

খুলনার তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পচা ও বাসি খাদ্য উপকরণ প্রক্রিয়াজাত করে পুনরায় বেকারি খাদ্য প্রস্তুতের অভিযোগে ফুলতলার দক্ষিণডিহির তিতাশ বিস্কুট কোম্পানিকে ৫০ হাজার টাকা, চিপসের মোড়কে মেয়াদ ও মূল্য না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করায় ফুলতলা বাজারের এইচআর ফুডকে ১০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও খাবারে কাপড়ের রং ব্যবহার করায় একই বাজারের নিউ চাদপুর বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!