হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হয়েছেন সংগঠনের অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। তার দাফন সম্পন্ন হওয়ার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করা হলো।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস জানান, ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করেছেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম। সব নেতাকর্মীদের সম্মতিক্রমে হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে। মুহিবুল্লাহ বাবুনগরী প্রয়াত আমির জুনাইদ বাবুনগরীর আপন মামা।
এদিকে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস মাওলানা আশরাফ নিজামপুরী বলেছেন, ভারপ্রাপ্ত নয়, মুহিবুল্লাহ বাবুনগরীকে পূর্ণাঙ্গ আমিরই করা হয়েছে।
৬৮ বছর বয়সী জুনাইদ বাবুনগরী চট্টগ্রাম শহরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। সেখানে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার দিকে ওই মাদ্রাসার প্রাঙ্গণে তার জানাজা হয়। মামা মুহিবুল্লাহ বাবুনগরীই তাতে ইমামতি করেন।
জানাজার মাইক থেকেই হেফাজতের ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরী নাম ঘোষণা করা হয় বলে জানান ইদ্রিস নদভী।
মাদ্রাসায় প্রয়াত মহাপরিচালক আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হয়েছে বলে জানান মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস আশরাফ নিজামপুরী।
জুনাইদ বাবুনগরী ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রভূমি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদিস এবং শিক্ষা পরিচালক।
গত বছরের সেপ্টেম্বরে শফীর মৃত্যুর পর নভেম্বরে হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন মুহিবুল্লাহ। সেই সম্মেলনে তার ভাগ্নে জুনাইদ বাবুনগরীকে আমির ঘোষণা করা হয়। আর মুহিবুল্লাহ কমিটির প্রধান উপদেষ্টা হন।



































