স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০২:৫১ পিএম
স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে সুরভি আক্তার প্রিয়া (২৫) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ও পার্শ্ববর্তী উপজেলা লালপুরর চংধুপইল ইউনিয়নের সোভ দিদার পাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরদিন স্বামী ছাড়া প্রিয়া তার বাবার বাড়ি যাবে না বলে জেদ ধরে। এ নিয়ে স্বামী মোস্তফার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে মোস্তফা তার স্ত্রী সুরভি প্রিয়াকে তাদের সন্তানকে নিয়ে বাবার বাড়ি যেতে বলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে চলে যান। সকাল ১১টার দিকে মোস্তফা বাড়ি এসে দেখেন তার স্ত্রী সুরভি বিষ পান করে পড়ে আছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকিফ ওই গৃহবধূর ইসিজি করিয়ে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন। নাটোর নেয়ার পথেই প্রিয়া মারা যান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
 

Link copied!