চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবিটরে জন্ম নেওয়া অজগরের ২৮টি বাচ্চা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সীতাকুণ্ড ইকোপার্কে বাচ্চাগুলো অবমুক্ত করে ইকোপার্ক কর্তৃপক্ষ।
গত ২২ জুন (মঙ্গলবার) চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে রাখা ৩১ ডিমের মধ্যে ২৮টি ফুটে সাপের বাচ্চা বের হয়েছিল। এই অজগর সাপের বাচ্চাগুলোর জন্মের জন্য ৬৭ দিন অপেক্ষা করেছে কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটহাজারী মো. রুহুল আমিন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শুভ, বন বিভাগের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মো. আলমগীর।