• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

রোগী সেজে আইস পাচারকালে আটক ১ 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৭:৩১ পিএম
রোগী সেজে আইস পাচারকালে আটক ১ 

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে রোগীবাহী একটি মাইক্রোবাস থেকে মাদক আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

এসময় আব্দুল কুদ্দুস (২৯) নামে একজনকে আটক করা হয়। আব্দুল কুদ্দুস টেকনাফের উত্তর ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

বিজিবি জানায়, বুধবার মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি রোগীবাহী মাইক্রোবাস থামানো হয়। গাড়ির ভেতর রোগী সেজে বসে আছে কয়েকজন। কিন্তু কথায় সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মাইক্রোবাসের এসির বক্সের ভেতর লুকানো ৩৩ লাখ টাকা মূল্যের ১১ হাজার ইয়াবা ও ২৮ লাখ টাকা মূল্যের ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, করোনা মহামারির কারণে গাড়ি চলাচলের বিধিনিষেধ থাকায় রোগী বহনের নতুন পন্থা অবলম্বন করছে মাদক পাচারকারীরা। এসব পন্থায় মাদক পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে।

Link copied!