• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

রাজশাহীতে ৪৫৬ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:৩০ পিএম
রাজশাহীতে ৪৫৬ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

করোনার সংক্রমণ এড়াতে গেলবারের মতো এবারও রাজশাহীতে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের নির্দেশ দিয়েছে প্রশাসন। জেলায় এবার ৪৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্যে ৭৫টি মণ্ডপ রাজশাহী মহানগরীতে। বাকি ৩৮১টি মণ্ডপ জেলার ৯টি উপজেলায় রয়েছে।

মণ্ডপে সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। প্রতিমা শিল্পীরাও এখন রং-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলার কাজ করছেন। সময়মতো প্রতিমা সরবরাহ করতে দিনরাত এক করে কাজ করছেন তারা। রাজশাহীতে এ বছর গতবারের চেয়ে ১০টি মণ্ডপে পূজা কম হচ্ছে।

রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ জানান, তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি অতিরিক্ত আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

শনিবার (৯ অক্টোবর) বিকেলে পূজা উদযাপন বিষয়ে নগরীর পুলিশ লাইন্স কার্যালয়ের সভাকক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের জন্য পূজা উদযাপন কমিটিকে আহবান জানানো হয়।

পুলিশের নির্দেশনায় ১১ অক্টোবর (সোমবার) থেকে ১৫ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত মহানগরী এলাকায় সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল জানান, পূজামণ্ডপ ঘিরে বখাটেদের উৎপাত হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। প্রতিটি পূজামণ্ডপে প্রবেশের এবং বের হওয়ার জন্য নারী ও পুরুষের আলাদা আলাদা গেট থাকবে। এবার পূজা চলাকালে ভক্তি সংগীত ছাড়া অন্য কোনো গান না বাজানোরও সিদ্ধান্ত হয়েছে প্রস্তুতি সভায়। পূজা ঘিরে কোথাও মেলা কিংবা অন্য অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে না।

Link copied!