• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬
ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক অব্যাহতি

যুবলীগ নেতা বহিষ্কার 


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৪:০৬ পিএম
যুবলীগ নেতা বহিষ্কার 

গোপালগঞ্জে এক যুবলীগ নেতাকে বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) নিজ নিজ সংগঠনের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত জেলা যুবলীগ নেতা হলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান (আজিজ) এবং সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগের নেতারা হলেন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন) ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান (জমির)।

জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফের (বি মোল্লা) নির্দেশক্রমে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমানকে (আজিজ) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানিয়েছেন, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের দায়ে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন) ও সাধারণ সম্পাদক আলীউজ্জামানকে (জমির) সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Link copied!