মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল হক হাওলাদার (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, মোংলা শহরের একটি ভাড়া বাসায় ভ্যানচালক আব্দুল হক হাওলাদার ৩১ জুন মধ্যরাতে নিজ মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা লোকলজ্জার ভয়ে প্রথম দিন ভুক্তভোগী বিষয়টি চেপে যান। কিন্তু পরদিন মধ্যরাতে বাবা আব্দুল হক আবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করলে তিনি চিৎকার করেন। বিষয়টি জানাজানির একপর্যায়ে ১ আগস্ট ওই নারী নিজে বাদী হয়ে বাবার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
জাহাঙ্গীর আলম আরও জানান, এ ঘটনার পর আব্দুল হক হাওলাদার পালিয়ে যান। পরে রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার সিগনাল টাওয়ার এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হক হাওলাদার নিজের দোষ স্বীকার করে বলেছেন, ‘আমারে ভূতে পাইছিল, মাথা ঠিক ছিল না, আমি দোষী।’
দুই মাস ধরে ধর্ষিতার স্বামীসহ পরিবারের অন্যরা জীবিকার খোঁজে ভারতে অবস্থান করছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।