• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

মিরসরাইয়ে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০১:২২ পিএম
মিরসরাইয়ে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি ১৩টিতে চলছে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য আসনে ভোট গ্রহণ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খৈয়াছড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে দেখা যায় ভোটারবিহীন শূন্য ভোটকেন্দ্র।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বশির আহম্মদ সর্দার জানান, এ কেন্দ্রে ৩৬০০ ভোটের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৪০০ ভোট পড়েছে। 

সকাল সাড়ে ১০টায় খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও ভোটারদের উপস্থিতি ছিল ভালো।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিমুজ্জামান জানান, এ কেন্দ্রের ২১৩৪ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৮০১টি ভোট পড়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুল হক বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। মানুষ নৌকা প্রতীকে উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে।

খৈয়াছড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী বেলা ১১টায় নিজ কেন্দ্রে ভোট দিতে আসার সময় হামলার শিকার হন। জাহেদ ইকবাল চৌধুরী অভিযোগ করেন কেন্দ্রে আসার পথে, তার গাড়িতে হামলা করে নৌকা প্রতীকের লোকজন, এতে তার ছেলে, বোন, ভগ্নিপতি ও ছোট ভাইয়ের বউ আহত হয়েছেন।

ভোট দিতে এসে দেখেন নৌকা প্রতীকের সবগুলো ব্যালটে আগে থেকে সিল মারা। এ ঘটনায় তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন। 

১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজিম উদ্দিন অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ তার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন।

১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী রবিউল হোসের রণি অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের আলাউদ্দিন মেম্বারের লোকজন তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এছাড়া তার কর্মীদের মারধরের অভিযোগ করেন তিনি।

৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মো. হানিফ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের নজরুল ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, “বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।”

Link copied!