• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

মামুনুলের ধর্ষণ মামলার বিচার শুরু


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০১:৪০ পিএম
মামুনুলের ধর্ষণ মামলার বিচার শুরু

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে।

এর আগে বুধবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ৩০ এপ্রিল ধর্ষণ মামলা করেন মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেপ্তার মামুনুল হককে বুধবার আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন জেলা নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন।

আদালত সূত্রে জানা যায়, মামুনুলকে সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে আদালতের গারদখানায় রাখা হয় তাকে। পরে তাকে আদালতে তোলা হয়।

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে ৩ এপ্রিল নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করেন।

স্থানীয় নেতা-কর্মীরা ওই সময় আওয়ামী লীগের কার্যালয়, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেপরোয়া ভাঙচুর চালান। হামলা ও ভাঙচুর করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই শতাধিক যানবাহন।

১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়।

Link copied!