• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৫:৩৯ পিএম
মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

ওই ছিনতাইকারীর নাম মাসুদ রানা ওরফে বাবু। বাবু উপজেলার বিরাব দক্ষিণপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন পলাতক রয়েছে। তারা হলেন পাঁচাইখা এলাকার হাবিবুর মিয়ার ছেলে হৃদয় ও চৌধুরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে আবুল খায়ের।

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, উপজেলার কাঞ্চন এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে সবুজ মিয়া। তিনি একজন থাই অ্যালোমিনিয়াম ব্যবসায়ী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সবুজ দোকানে টাকা গুনছিলেন। এসময় তার মাথায় পিস্তল ঠিকিয়ে ছিনতাইকারী বাবু, হৃদয় ও আবুল খায়ের জিম্মি করেন। পরে ক্যাশে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান তারা।
ওইদিন রাতেই সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেন। বুধবার সকালে কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে টাকা ও অস্ত্রসহ ছিনতাইকারী বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!