• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১০:০২ পিএম
মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় একটি মাইক্রোবাস (নোহা) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরচক ও শাহবাগের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ শেষ হলে নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। নিহত ৩ জনের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Link copied!