• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

মহানগরীর সড়কে রিকশার রাজত্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৫৩ এএম
মহানগরীর সড়কে রিকশার রাজত্ব

করোনা সংক্রমণ রোধে সারাদেশে সরকারের বেধে দেওয়া সীমিত পরিসরে লকডাউন চলছে। লকডাউনের দ্বিতীয় দিনে মহানগরী চট্টগ্রামের রাজপথ রয়েছে রিকশার দখলে। মহানগরীর প্রধান সড়ক ও অলিগলিতে দেখা গেছে রিকশার রাজত্ব। 

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা নগরীর প্রাণকেন্দ্র জিইসি রোডের মোড়ে মোড়ে দেখা গেছে অফিসগামী মানুষের ঝটলা। গণপরিবহন বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা তারা সেখানে দাড়িয়ে থেকেছেন। 

গণপরিবহন বন্ধ থাকার সুযোগে সড়কে রাজত্ব করছে রিকশা। ভাড়া দ্বিগুণ হলেও রিকশা খালি পাওয়া বেশ মুশকিল। তার উপর হালকা বৃষ্টি। সবমিলিয়ে হযবরল অবস্থা। নিরুপায় হয়ে অনেকেই পায়ে হেটে গন্তব্যে রওনা করেছেন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়। তবে খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস। অফিস কর্তৃপক্ষ নিজস্ব কর্মীদের আনা-নেওয়ার ব্যবস্থা করার কথা থাকলেও অধিকাংশই এই শর্ত পূরণ করে নি। বহু প্রতিষ্ঠান খোলা রয়েছে। এতে অফিসগামীদের ভোগান্তির যেন শেষ নেই।

সকালে চকবাজারে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যানবাহনের অপেক্ষায় অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

জিসির মোড়ে দাড়িয়ে থাকা আব্দুর রশিদ বলেন, "অফিসে যাচ্ছি। বয়সের ভারে আগের মতো হাঁটতে পারি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। রিকশা ছাড়া কোন যানবাহন নেই। তবে রিকশাও খালি পাচ্ছি না। ভাড়াও অনেক।"

অফিস কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, "রিকশাচালকরা বাড়তি ভাড়া নিচ্ছে। ৭০ টাকার ভাড়া তারা ৩০০ থেকে ৪০০ টাকা চাচ্ছে। কোনো তদারকি না থাকায় যার যা খুশি তাই করছে।" 

একই চিত্র নগরীর দুই নং গেইট, চকজাবার, ওয়াসা, কাজীর দেউড়ি, লালখান বাজার, আন্দরকিল্লা, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে। সেখানেও যাত্রীদের গণপরিবহনের অভাবে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান বিধি নিষেধের প্রজ্ঞাপনে বলা হয়, ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সীমিত পরিসরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিন সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার।

Link copied!