• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

মমেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু 


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ১০:৪৩ এএম
মমেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। 

শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও দুইজন নেত্রকোনার বাসিন্দা। তারা হলেন ময়মনসিংহ সদর উপজেলার মিম আক্তার (১৭), বিধু ভূষণ (৭০), গফরগাঁওয়ের আব্দুল বারেক (৭৫), নেত্রকোনা সদরের শামিমা রুমান (৪৭) ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার দুইজন এবং জামালপুর ও কিশোরগঞ্জের একজন করে রয়েছেন। 

তারা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের সালাম (৫০), তাহের উদ্দিন (৬৫), গৌরীপুরের নজরুল ইসলাম (৭০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭৫), নেত্রকোনা সদরের ফুল মিয়া (৭০), পুর্বধলার ইসলাম উদ্দিন (৬৫), জামালপুর বকসিগঞ্জের জোবেদা (৬৫) ও কিশোরগঞ্জের রানা পাল (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, বর্তমানে আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটর ২৬৯ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 

এদিকে জেলা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ।

Link copied!