• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মমেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১০:৫৮ এএম
মমেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের প্রতিমা রানী (৭২), সুমন মিয়া (৩৫), মকবুল (৮২), হেদায়েত উল্লাহ (৭০), তাহামিনা (৬০), ফুলবাড়িয়ার আব্দুল মান্নান (৬৫), ভালুকার তারা মিয়া (৫০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের জাইমা নুর নাশরা (১৬), ইসহাক (৭৫), হালুয়াঘাটের ইমদাদুল হক (৫৫), নেত্রকোনা কেন্দুয়ার শহর বানু (৬৫), মদনের মজনু রহমান (৮৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, আইসিইউতে ১৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫৯ জন চিকিৎসাধীন। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। 

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

Link copied!