• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ভোলায় নতুন করে আরো ৪৩ জনের করোনা শনাক্ত 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৩৯ পিএম
ভোলায় নতুন করে আরো ৪৩ জনের করোনা শনাক্ত 

ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জন ভোলা সদর, দৌলতখানে ৫ জন, ৩ জন বোরহানউদ্দিন, লালমোহন ২ জন, চরফ্যাশন ১ জন ও ৬ জন মনপুরা উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩৬.১৩ শতাংশ। একদিন আগে সোমবার আক্রান্তের হার ছিল ৪৩.৬৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ৩৬৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৯ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২২ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৩০ জন।    

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৩০১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

Link copied!