• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জেলায় জেলায় বিএনপির গণ-অনশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৩:২৫ পিএম
জেলায় জেলায় বিএনপির গণ-অনশন

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে গণ-অনশন কর্মসূচি শুরু হয় তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিভিন্ন স্থানে নেতারা বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। তার কিছু হলে এর দায়দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবনরক্ষার জন্য তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা।

শেরপুর

শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে শনিবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি এবং দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ওই গণঅনশন কর্মসূচি চলাকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ করা গেছে।

সাতক্ষীরা

শহরের কামালনগর এলাকায় জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সকালে গণ-অনশন কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শেরআলী, মহিউদ্দীন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, শ্যানগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদ খায়রুল আহসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।

জয়পুরহাট

সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে গণঅনশন কর্মসূচি শুরু হয়।

এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,  জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্যসচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অনেকেই।

সিরাজগঞ্জ

সকাল ৯টায় শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গণঅনশন শুরু হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, খ ম রফিকুল ইসলাম রতন, নাজমুল হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান প্রমুখ।

লক্ষ্মীপুর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় সকাল ৯টায় থেকে দুপুর ২টা পর্যন্ত চলে গণঅনশন।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মো. সামসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন প্রমুখ।

Link copied!