• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

বাংলাদেশ ছাড়বে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৭:৩৮ পিএম
বাংলাদেশ ছাড়বে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। ইতোমধ্যে তারা বাংলাদেশ-মিয়ানমার ছাড়া  অন্য কোনও দেশে (থার্ড কান্ট্রি) আশ্রয়ের আবেদন করেছেন।

এ বিষয়ে রবিবার (১৭ অক্টোবর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত বলেন, “আমাদের কাছে মুহিবুল্লাহর পরিবার কোনও আবেদন করেনি। তাছাড়া বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে।”

মুহিবুল্লাহর পরিবার ও এআরএসপিএইচ সংগঠনের নেতারা জানান, মুহিবুল্লাহ হত্যার পর তারা সবাই খুব ভয়ভীতির মধ্যে ছিলেন। এরপর তারা নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

এরপরও মুহিবুল্লাহর পরিবারের সদস্য ও স্বজনদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি আসছিল। বৃহস্পতিবার তাদের ক্যাম্প থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

মুহিবুল্লাহর ভাগ্নে ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর মুখপাত্র রশিদ উল্লাহ বলেন, “জীবনের নিরাপত্তা চেয়ে দুই দফায় ১১টি পরিবার বাংলাদেশ ছাড়তে চেয়ে ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্রে আবেদন করেছে।”

এসময় তিনি আরও উল্লেখ করেন, “আমরা তিন দেশের কথা উল্লেখ করেছি। এসব দেশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তবে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তাছাড়া ইতোমধ্যে আমাদের ক্যাম্প থেকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে আমরা ক্যাম্প থেকে ভালো আছি।”

বাংলাদেশ ছাড়তে চাওয়ার বিষয় জানা নেই উল্লেখ করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, “মুহিবুল্লাহর পরিবারসহ কয়েকজনকে ক্যাম্পের ভেতরে একটি সেন্টারে রাখা হয়েছে। তাদের সেখানে আমরা পূর্ণ-নিরাপত্তা দিচ্ছি। বিষয়টি এমন নয় যে, নিরাপত্তাজনিত কারণে তাদের সরিয়ে রাখা হয়েছে। মূলত মুহিবুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে রাখা হয়। কেননা অপরাধের ঘটনাস্থলে লোকজন যাওয়া আসা নিষেধ।”

Link copied!