• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৮:৩৭ পিএম
বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে এক কিশোরী। মৃত ব্যক্তিরা হলেন—জেলার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) ও মুকলিব  আলীর ছেলে সাইদুর মিয়া (৩০)। তারা দুজন আপন চাচাতো ভাই। আহত কিশোরীর নাম ছোট্টমনি (১৫)।

সোমবার ( ২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় এলাকার লোকজন হাওর থেকে মৃত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্র জানা গেছে, প্রতিদিনের মতো বিকেলে জেলার মধ্যনগর উপজেলার দুগনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের কাইলানীর হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় জেলে সাইদুর মিয়া, তার কিশোরী মেয়ে ছোট্টমনি ও চাচাতো ভাই রাকিব মিয়া।
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতে শিকার হয়ে জেলে সাইদুর মিয়া ও রাকিব মিয়া নৌকা থেকে হাওরের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়।  এ ঘটনায় কিশোরী ছোট্টমনি আহত হয়। পরে সে কোনোরকম নৌকা চালিয়ে তার বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। পরে তার আত্মীয় স্বজনরা এলাকা লোকজনকে নিয়ে হাওরের পানিতে খোঁজ করে জেলে সাইদুর মিয়া ও তার চাচতো ভাই রাকিব মিয়াকে উদ্ধার করে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!