• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

‘বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে বঙ্গমাতা পাশে ছিলেন’


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৮:৫৬ পিএম
‘বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে বঙ্গমাতা পাশে ছিলেন’

বরেণ্য লেখক, কথাসাহিত্যিক ও সংবাদ প্রকাশের সম্পাদক সেলিনা হোসেন বলেছেন, “বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে বঙ্গমাতা সব সময় পাশে ছিলেন।”

রোববার (৮ আগস্ট) বিকেল ৫টায় ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে সংবাদ প্রকাশের সম্পাদক এসব কথা বলেন।

নাটোর জেলা প্রশাসনের ফেসবুক পেজে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

সেলিনা হোসেন বলেন, “বঙ্গমাতা একজন অসাধারণ নারী ছিলেন। বঙ্গমাতার আদর্শে এ প্রজন্মকে গড়তে হবে।”

সংবাদ প্রকাশের সম্পাদক আরও বলেন, “আজকে যারা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের বোধকে সঞ্চারিত করে, তাদের চেতনাকে মানবিক সহয়তা বড় করে আমাদের হাজার বছরের বাংলাদেশ গড়ে উঠুক। আমাদের শিশুরা আমাদের চিন্তাকে ধারণ করুক। আজ যারা স্কুলে-কলেজে পড়ছে, একদিন তারা এ দেশের বড় নাগরিক হবে, তারা নিজের দেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।”

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ বিষয়ে জেলা প্রশাসনের অনলাইনভিত্তিক আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

আলোচনায় যুক্ত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শরীফ শাওন, মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!