• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীরা পাচ্ছে ফাইজারের টিকা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০১:৪৭ পিএম
ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীরা পাচ্ছে ফাইজারের টিকা

ফেনীতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজার বায়োএনটেক ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, প্রথম পর্যায়ে শুধুমাত্র আসন্ন এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীদের জন্যে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে এবং ছাত্রদের জন্যে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের মোট ৩টি বুথে এই টিকা কার্যক্রম শুরু হয়। টিকা পাবে ১১৮৬ জন ছাত্রী এবং ৮৭৯ জন ছাত্র। বৃহস্পতিবার ও শনিবার দুদিন এই টিকা দেওয়া হবে।

পরে পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী অন্যান্য ছাত্র-ছাত্রীদের ফাইজার এর টিকা প্রদান করা হবে। 

জেলা সিভিল সার্জন সূত্র আরও জানায়, শুধুমাত্র তালিকায় অন্তর্ভুক্ত পরীক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ দ্বারা নির্দেশনার ভিত্তিতে নির্দিষ্ট কেন্দ্রে আগমনের ভিত্তিতে টিকা প্রদান করা হচ্ছে।


 

Link copied!