• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ করে কারাগারে তরুণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০১:০৬ পিএম
প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ করে কারাগারে তরুণ

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের জেরে ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় শাকিল নামের ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে বিচারক স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠান।

এর আগে রোববার (৩ অক্টোবর) জামালপুরের মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা-পুলিশের একটি দল। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, পেনড্রাইভ ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার শাকিল ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুরে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাকিলের সঙ্গে ফেনীর ফুলগাজীর এক কিশোরীর প্রেম ছিল। হিন্দুধর্মাবলম্বী ওই কিশোরী টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে পড়াশোনা করত। একপর্যায়ে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটলে ওই কিশোরী তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। এতেই ক্ষিপ্ত পয়ে ওঠেন শাকিল। রাগে সে ওই কিশোরীর নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করতে থাকে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী ফেনীর ফুলগাজী থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে ফুলগাজী থানা-পুলিশের একটি দল জামালপুর থেকে শাকিলকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন। তিনি জানান, শাকিলকে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠায়।

Link copied!