• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

প্রধান শিক্ষিকার টিকটক নিয়ে তোলপাড়


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১০:৫১ এএম
প্রধান শিক্ষিকার টিকটক নিয়ে তোলপাড়

কুষ্টিয়ায় দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার নামের এক প্রধান শিক্ষিকার টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। দিলারা ইয়াসমিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে বিভিন্ন বাংলা ও হিন্দি গানের সঙ্গে নানা অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় ওই শিক্ষিকাকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভারতের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের সঙ্গেও নাচেন দিলার ইয়াসমিন।

এদিকে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত ওই স্কুলের শিক্ষকরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত তারা। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের নিয়ে হাসাহাসি করছেন।

এ বিষয়ে দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার গণমাধ্যমকে বলেন, “অনেকেই তো টিকটক করে। আমারটা নিয়ে এত সমালোচনা কেন?”

তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম জানান, প্রধান শিক্ষিকার এমন ভিডিও বানানো ঠিক হয়নি। তিনি তার ভুল স্বীকার করেছেন।

জানা গেছে, চার মাস আগে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন দিলারা ইয়াসমিন। এর আগে তিনি ঝিনাইদহের শৈলকূপা পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। 

Link copied!