• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ্যে নৌকায় ভোট, এজেন্টসহ আটক ২


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৯:৩৪ পিএম
প্রকাশ্যে নৌকায় ভোট, এজেন্টসহ আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি ভোট কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার অভিযোগে এজেন্টসহ দুজনকে আটক করা হয়েছে।  

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ফলিয়া উচ্চ বিদ্যালয় ও পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নৌকার কর্মী উজ্জ্বল (৩০) ও নৌকা প্রতীকের এজেন্ট আমজাদ হোসন (৫৫)।

ফলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বুথে ঢুকে প্রকাশ্যে সিল দেওয়ায় উজ্জ্বল নামে নৌকার এক কর্মীকে আটক করা হয়েছে।

অপরদিকে পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক জানান, একজন ভোটারের ব্যালট হাতে নিয়ে প্রকাশ্যে নিজেই সিল দেওয়ায় আমজাদ হোসেন নামে নৌকার এক এজেন্টকে আটক করা হয়েছে।

Link copied!