মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহতের নাম বিলকিস আক্তার। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।
বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্টে পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্লাটটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কর্মরত। স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ছুটিতে মাসুদ রানা আসেন। সকাল ৮টার দিকে তাদের সন্তানদের কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে বিলকিসের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, “শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।”















-20251027102457.jpeg)






















