কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে হাবিবুর রহমান নামের এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামি হাবিবকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ১৫ জনকে গ্রেপ্তার করে টেকনাফ থানা-পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত টেকনাফ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম রাফি বাদী হয়ে এ ঘটনায় ৪৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে আসামিদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি হাবিবসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বুধবার (৪ আগস্ট) দুপুরে মাদকসহ ছয় মামলার আসামি টেকনাফের ছোট হাবিরপাড়ার হাবিবুর রহমানকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালায় তার স্বজনরা। হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।