কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ ধুরুং বৈদৗপাড়া গ্রামে কামাল হোছাইনের ছেলে রিফাত (৪) বাইরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে মারা যায়। এছাড়া বিকেল ৪টার দিকে পুকুরে ডুবে মারা যায় একই ইউনিয়নের আশা হাজির পাড়ার সাদ্দাম হোসেনের এক বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া।
অপর দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর কৈয়ারবিল গ্রামের হামিদুল ইসলামের মেয়ে সুমাইয়া (৩) পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, “পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”