• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৩১ পিএম
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের অটো ভ্যানচালক মো. সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার দুপুরে সাইফুল ইসলামের তিন মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। ছোট বোন সুমাইয়ার গোসল শেষে তাকে পুকুরের পাড়ে দাঁড় করিয়ে বাকি দুই বোন গোসল করছিল। কিছুক্ষণ পর সুমাইয়াকে না দেখে অন্য দুই বোনসহ বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ডুবন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে।

রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

Link copied!