• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় চার শতাধিক যান


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৪:৩৯ পিএম
পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় চার শতাধিক যান

পাটুরিয়া ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। পদ্মায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।

ওই কর্মকর্তা বলেন, চার শতাধিক যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ছোট গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের ভোগান্তির বিষয় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি পার করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মায় স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে ফেরি চলাচলে। এতে নৌপথ পারাপারে বেড়েছে ভোগান্তি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, “কয়েকদিন ধরেই নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এতে যানবাহন পারপারে সময় বেশি লাগছে। তাই ঘাট এলাকায় অপেক্ষমান যানের সংখ্যা বাড়ছে। এর সংখ্যা চার শতাধিক হবে।”

জিল্লুর রহমান আরও বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মাওয়া ঘাট থেকে চারটি ফেরি আনা হয়েছে। সবমিলে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে এই নৌপথে।” 
 

Link copied!