• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

পাচারকালে পাঁচ রোহিঙ্গা নারী উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৪:০৬ পিএম
পাচারকালে পাঁচ রোহিঙ্গা নারী উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা নারীকে পাচারের প্রস্তুতিকালে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মকছুদ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ছোট মহেশখালী উত্তরকুল দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে মকছুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই এলাকা থেকে ৫ জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।

ওসি মো. আব্দুল হাই জানান, উদ্ধার রোহিঙ্গা নারীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কারা এই রোহিঙ্গা নারীদের ক্যাম্প থেকে নিয়ে আসছে, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, যারা এই চক্রের সঙ্গে জড়িত, তদন্তে সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের পর উদ্ধার রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

Link copied!