• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পদ্মার পানি বিদৎসীমার উপরে, প্লাবিত নিম্নাঞ্চল


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৪:৫৭ পিএম
পদ্মার পানি বিদৎসীমার উপরে, প্লাবিত নিম্নাঞ্চল

রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে গিয়ে এ তথ্য পাওয়া যায়।   

সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মার পানি এখনো বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে রয়েছে তবে, পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার এবং সদর উপজেলার গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত চার-পাঁচদিন ধরে পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

পানি বাড়ার ফলে সদর, কালুখালী, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। এভাবে পানি বাড়া অব‍্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন‍্যার সৃষ্টি  হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এরই মধ্যে চরাঞ্চলের অনেক বাসিন্দারা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

মিজানপুর ইউনিয়নের আমবাড়ীয়ার চরের বাসিন্দা আফসার প্রামানিক জানায়, আরও এক সপ্তাহ আগে বাড়ি ঘরে পানি উঠে গেছে। ঘরের আসবাবপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। পানি কমলে আবার চরে ফিরে যাব।

আলেয়া খাতুন জানায়,পানি বাড়ায় গরু ছাগল নিয়ে খুবই দুর্ভোগে ছিলাম। চরে পানি উঠায় খাবার সংকট দেখা দিয়েছে। যে কারণে ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি চলে এসেছি।

রাজবাড়ীর ত্রাণ ও দুর্যোগ ব‍্যবস্থাপনা কর্মকর্তা আরিফুল হক জানান, পদ্মার পানি বাড়ার ফলে জেলায় এখন পর্যন্ত কত পরিবার পানিবন্দী রয়েছে সেটার কোনো তথ‍্য নেই তাদের কাছে।
 

Link copied!