• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

নোয়াখালী কোভিড হাসপাতালে আরও ২ জনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০১:০৪ পিএম
নোয়াখালী কোভিড হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৬ জন। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার ১৮ দশমিক ৭১ শতাংশ।

সোমবার (৩০ আগস্ট) সকালে করোনার তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১২০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ২ জন মারা গেছেন। হাসপাতালে ৬ জন নারী ও ২ জন পুরুষ রোগী নতুন করে ভর্তি হয়েছেন। মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন, যার মধ্যে ২০ জন নারী ও ১৫ জন পুরুষ। এদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, সর্বশেষ জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫১৩টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪২, সোনাইমুড়ীতে ১৮, সেনবাগে ১১, বেগমগঞ্জে ৮, হাতিয়া ও কোম্পানীগঞ্জে ৫জন করে ও চাটখিলে ৪ এবং সুবর্ণচরে ৩ জন। 

জেলায় মোট ১৯ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯৬ জন। আইসোলেশনে আছেন ২ হাজার ৯৩৬ জন।

Link copied!