• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

দ্বিতীয়বার নওয়াপাড়ার মেয়র হলেন শান্ত


যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:৪২ পিএম
দ্বিতীয়বার নওয়াপাড়ার মেয়র হলেন শান্ত

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। তিনি পেয়েছেন ২২ হাজার ৯১৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এইচ এম মহসীন পেয়েছেন ৭ হাজার ৮২৯ এবং অপর প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আলমগীর ফারাজী পেয়েছেন ৭৩৫ ভোট।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন, নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান।  

এর আগে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৮৬। যার মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ১৪১ এবং নারী ভোটার ৩২ হাজার ৪৫।

এদিকে ৩০টি ভোটকেন্দ্রের ১৮৪টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।  

এর আগে ২০১৬ সালে নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকের সুশান্ত কুমার দাস শান্ত বিএনপির প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচিত হন। বর্তমানে তিনিই দ্বিতীয়বারের মতো নির্বাচিত একমাত্র মেয়র।
 

Link copied!