• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৭


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৭:৩২ পিএম
ত্রিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৭

ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এর মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। তারা জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা। অপরজন হেলেনা আক্তার (৫০) তিনি ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার তাইজুদ্দিন মন্ডলের স্ত্রী। বাকি একজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর থেকে চালক পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি মাইন উদ্দিন।

এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল হক বলেন, “নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে।” 

এছাড়া আহতের চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসন নিয়মিত খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।
 

Link copied!