• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

‘তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে’


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৮:০৭ পিএম
‘তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে’

দেশে তালেবানও নেই, জঙ্গিও নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে।”

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ায় বাইশমাইল এলাকায় এক মাকের্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ছোট ছোট সন্ত্রাসী দল আছে, কিন্তু অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।”

আসাদুজ্জামান খান কামাল জানান, “বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই। বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। তারা অনেক ছোট ছোট সন্ত্রাসী দল। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।”

মন্ত্রী আরও বলেন, “তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে। তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলনা নেই। দেশে অবস্থা খুব ভালো।”

Link copied!