• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

তক্ষকসহ পাঁচ পাচারকারী আটক


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৫:৩৮ পিএম
তক্ষকসহ পাঁচ পাচারকারী আটক

বরিশালে বিরল প্রজাতির তক্ষকসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ আগস্ট) রাতে নগরীরর ২৪নং ওয়ার্ডের ধান গবেষণা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি'র সদস্যরা খবর পান কয়েকজন বিরল প্রজাতির তক্ষক পাচারের চেষ্টা করছে। এরই ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ ইঞ্চি দৈর্ঘ ও ১৮০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন- বরিশাল সদরের রাজাপুর থানার গালুয়া গ্রামের মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে মাে. ছালেক হাওলাদার (৫৫), ধান গবেষনা রোডের বাসিন্দা মৃত নওশের আলীর ছেলে মাে. দেলােয়ার হােসেন (৬০), সিকদার পাড়ার বাসিন্দা আবুল কালাম দুরানীর ছেলে মাে. নিজাম উদ্দিন দুরানী (৩৪), ২৮নং ওয়ার্ড শেরে বাংলা সড়কের বাসিন্দা মৃত মালেক আকনের ছেলে মাে. সুমন আকন(৩২) ও ধান গবেষনা রােডে জনৈক স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া বাসিন্দা আ. রাজ্জাক এর স্ত্রী মােসা. হনুফা বেগম (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত তক্ষক বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Link copied!