• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘টিকা পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে’


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৪:৩৪ পিএম
‘টিকা পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে’

টিকা সংগ্রহ বা পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রোববার (২৯ আগস্ট) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, “টিকা সংগ্রহ বা পাওয়া আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, আন্তর্জাতিক রাজনীতির উপর নির্ভর করে। তারপরও দ্রুত সময়ে সবাইকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর দেওয়া হবে।”

এ অঞ্চলে চিকিৎসক সংকট নিয়ে খুরশীদ আলম বলেন, উত্তরাঞ্চলের সব জেলায় চিকিৎসক সংকট রয়েছে। নতুন নিয়োগকৃত চিকিৎসকদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করা হবে।”

উত্তরাঞ্চলের চিকিৎসা সেবায় নজর দেওয়া হয় না, বিভিন্ন সময়ে পাওয়া এমন অভিযোগের কারণে নিজে তিনি এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।

Link copied!