• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

জয়পুরহাটের ৭ ইউপির ৬টিতে নৌকার জয়


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১০:৫৭ এএম
জয়পুরহাটের ৭ ইউপির ৬টিতে নৌকার জয়

জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় জন আওয়ামী লীগ মনোনীত এবং এক জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

বিজয়ীরা হলেন- ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপিতে আনোয়ারুজ্জামান তালুকদার (নৌকা), মামুদপুর ইউপিতে মশিউর রহমান শামীম (নৌকা), আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউপিতে ডিএম রাহেল ইমাম (নৌকা), রায়কালী ইউপিতে আব্দুর রশীদ মন্ডল (নৌকা), তিলকপুর ইউপিতে সেলিম মাহবুব সজল, রুকিন্দিপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্ধীতায় আহসান কবির (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপীনাথপুর ইউপিতে হাবিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা। 

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।   

Link copied!