ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতা শামীম মাতুব্বরসহ (২১) পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক প্রেসব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
অন্য আটককৃতরা হলেন হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।
পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, “আটককৃতদের আজ দুপুরে কোর্টে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।”