• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চোখের সামনে নদী গর্ভে বিলীন ১০ বসত-বাড়ি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:০৮ পিএম
চোখের সামনে নদী গর্ভে বিলীন ১০ বসত-বাড়ি

ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের সবুল্লা শিকদারদের ডাঙ্গীর পদ্মারপাড় এলাকায় চলছে তীব্র নদী ভাঙন।

প্রতিদিন নতুন নতুন বাড়ি ঘর ভেঙে পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে। এই নিয়ে সংশ্লিষ্ট কারো কোনো মাথা ব্যাথা নেই বললেন ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবার।

গত ৪৮ ঘণ্টায় (২৫ আগস্ট সকাল থেকে ২৮ আগস্ট দুপুর পর্যন্ত) চোখের সামনে কমপক্ষে ১০টি বসত বাড়ি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এতে ৫০টি পরিবার ভিটে-মাটি গাছপালা সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে।  উল্লেখিত, পরিবারগুলো সবচেয়ে কষ্টে আছেন তাদের গবাদিপশুগুলো নিয়ে।

বাড়ি-ঘর হারিয়ে ওই পরিবারগুলো গাছতলায় আশ্রয় নিয়েছে। অপরদিকে, গবাদি পশুগুলো প্রচণ্ড খাদ্যের অভাবে ভুগছে। হাস-মুরগী গরু বাছুর রাখার জায়গাটুকুও নেই।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!