গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতন, সতীন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:৫৬ এএম
গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতন, সতীন গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনকুরাইল গ্রামে স্বামী ও সতীনের বিরুদ্ধে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষেতলাল থানায় মামলা হলে পুলিশ সতীন তারা বানুকে গ্রেপ্তার করেছে।  

সোমবার (৫ জুলাই) বেলা ৩টায় তারা বানুকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী ও ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, ৪ জুলাই রোববার রাতে ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামে গৃহবধূ বিউটি খাতুনের মাথার চুল কেটে নির্যাতন চালায় তার স্বামী সুলতান কাজী ও সতীন তারা বানু। এ সময় বিউটি আহত হলে তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে গৃহবধূ বিউটির বাবা মোখলেছার রহমান বাদী হয়ে ক্ষেতলাল থানায় ৩ জনকে আসামি করে নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর পুলিশ বিউটির সতীন তারা বানুকে গ্রেপ্তার করে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, “গৃহবধূ বিউটির বাবা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আহত বিউটি জানান, তার স্বামী বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে ছোট স্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিতে গেলে স্বামী ও সতীন তাকে মারধর করে এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। 

Link copied!