• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

খাগড়াছড়িতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৫:৪৬ পিএম
খাগড়াছড়িতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয় এ কর্মশালা। দেশের ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপে জরিপের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম এরশাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল,শাপলা চত্বর ,বাজারের দক্ষিণ মাথা,বিসিক ও ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৫টি এলাকায় শব্দদূষণ পরিমাপ জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ সারাবিশ্বে ৩০টি কঠিন রোগের অন্যতম কারণ শব্দদূষণ উল্লেখ কর্মশালায় জানানো হয়- ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ন, যত্রতত্র সাউন্ড বক্স, মাইকের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নকে টেকসই করতে হলে অন্যান্য দূষণের পাশাপাশি শব্দদূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এখনই সময়।

কর্মশালায় সরকারী কর্মকর্তা,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ,ছাত্র-ছাত্রী,সাংবাদিক ও পরিবহন সেক্টরের লোকজন অংশগ্রহণ করেন।

Link copied!