• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কুয়াকাটায় বাস খাদে, আহত ১৩ পর্যটক


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:৩০ এএম
কুয়াকাটায় বাস খাদে, আহত ১৩ পর্যটক

কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে ১৩ জন পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের কচ্ছপখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রান্ত, রমজান শরীফ, বাদল শেখ, জাহাঙ্গীর হোসেন, আশিক, নাঈম, আলম, মারুফ, মাসুদ রানা, ইমরান হোসেন, স্বপন, মনিরা, সুমন। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, নাটোরের বিভিন্ন এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ১৮-২০ জন যাত্রী ও ইলিশ মাছ নিয়ে কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশে রওনা করে। কচ্ছপখালী নামক কালভার্টের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। বাসটিতে থাকা ১৩ জন আহত হন।

আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহিপুর থানা ওসি মো.মনিরুজ্জামান বলেন, বাসটির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!