• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

কুমেক হাসপাতালের করোনা ইউনিটে আগুন


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৩:৫২ পিএম
কুমেক হাসপাতালের করোনা ইউনিটে আগুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আতঙ্কে রোগী ও তাদের স্বজনরা দিক-বিদিক ছুটাছুটি করতে থাকেন।  

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হাসপাতালের করোনা ইউনিটের নিচ তলায় জরুরি বিভাগের পাশের রুমে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বলেন, কুমেক হাসপাতালের করোনা ইউনিটের নিচ তলায় অক্সিজেন ফিলিং করার সময় বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনকে একাধিক বার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!