• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

কিশোরীর পরিবারকে লাঠিপেটার ঘটনায় গ্রেপ্তার ৩


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৬:৫৪ পিএম
কিশোরীর পরিবারকে লাঠিপেটার ঘটনায় গ্রেপ্তার ৩

কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আলী হোসেন মুন্সীর ছেলে মো. নুরুল ইসলাম (৬৮) ও মো. মোস্তফা কামাল (৬১) এবং একই এলাকার মো. কাউছারের স্ত্রী নারগিছ (৩০)।

জানা যায়, চলতি বছরের ২৪ মে বিকেল ৩টায় এক কিশোরীকে একটি খালি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন আলী হোসেন মুন্সীর ছেলে হাসান। এ ঘটনা হাসানের চাচি দেখে ফেললে স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন এসে ওই কিশোরীকে ঘর থেকে উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ওই কিশোরীর বাবা মো. জামাল হোসেন কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। এতে আরও ক্ষিপ্ত হয় হাসানের পরিবার।

পরে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় মামলা তুলে নিতে ওই কিশোরীর পরিবারকে চাপ দেয় হাসানের পরিবার। এতেও কোনো কাজ না হওয়ায় প্রথমে ওই কিশোরীর বাবাকে পরে কিশোরীকে বেদম মারধর করেন হাসানের পরিবারের লোকজন। গত ২০ আগস্ট দুপুরে হাসানের বড়ভাই কাউছার কিশোরীর মাকে রাস্তায় পেয়ে প্রকাশ্যে লাঠিপেঠা করেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নির্যাতনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় তুমুল সমালোচনা চলছে। রাত ৯টার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায়  হাসানের ভাই নুরুল ইসলাম ও মোস্তফা কামাল এবং একই বাড়ির কাউছারের স্ত্রী নার্গিসকে গ্রেপ্তার করেন।

Link copied!