গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যান ১৯ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা। তাদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন।
মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ, ৮ জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০২ জন। করোনা ইউনিটে কমেছে মৃত্যুসংখ্যা। সর্বশেষ এক দিনে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের।